ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে নিহত ১, আহত হন ২ জন। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ইউনিয়নের সিকদার পাড়ায় নিজ বাড়িতে ঢুকে তাকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন আরো দুই জন। গুলিবিদ্ধরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে নেয়ার পথে হাবিবুল হুদা মৃত্যুবরণ করেন। একইদিন ইফতারের কয়েক ঘন্টা আগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাবিবুলের চাচাত ভাই লিটনের স্ত্রী আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত হাবিবুল হুদা প্রকাশ কালু (৬৫) মরহুম শামসুল হুদা চৌধুরীর পুত্র এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এজেটএম শাহজাহান চৌধুরী লুতু মিয়ার শ্যালক ও মামাত ভাই। মরহুমের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। জানা যায়, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গংয়ের সাথে একই এলাকার লিটন গংদের জমি-জমা বিরোধ রয়েছেন। সেই সূত্র ধরে আব্দুর রাজ্জাকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জমি বিরোধ নিয়ে দু'পক্ষের সংঘর্ষের জেরে এই হত্যা কান্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এদিকে ঈদগাঁওয়ের ছাত্র প্রতিনিধি সাদিদের পিতাকে গুলি করে হত্যার প্রতিবাদে কক্সবাজার এসপি অফিসের সামনে আগুন জালিয়ে শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ জানানো হয়।