সিটি রিপোর্টার মোহাম্মদ হা-মীম: চানাচুর খাওয়ার নামে মানুষকে বিষ খাওয়ানো হচ্ছে সরজমিন ঘুরে দেখা গেছে, শ্যামপুর থাাাধীন পোস্তগোলা ব্রিজের একটু অদূরে করিম উল্লাহ বাগ এলাকায় বিএসটিআই-এর অনুমোদনবিহীন বউ জামাই ফুড প্রোডাক্ট নামের শফিকুল ইসলাম লিমন মিয়া অবাধে তৈরি করছে ভেজাল চানাচুর। ভেজাল চানাচুর তৈরিতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রং, হাইড্রজ ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। চানাচুর কাখানার মালিক শফিকুল ইসলাম লিমন জানান, আমার কোন কিছুর অনুমোদন নাই এভাবে ব্যবসা পরিচালনা করছি। অস্বাস্থ্যকর পরিবেশে অবাধে তৈরি হচ্ছে বউ জামাই ফুড প্রোডাক্ট নামের ভেজাল চানাচুর। অনুমোদনবিহীন এ ভেজাল চানাচুরের কারখার সন্ধান পাওয়া গেছে শ্যামপুর পোস্তগোলা এলাকায়। এ বিষয় বিএসটিআইয়ের কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন ভেজাল চানাচুর কারখানার তথ্য আমার জানা নেই আপনার কাছ থেকে জানলাম আমরা বিষয়টি দেখবো।