মো ফারুক (আলীকদম প্রতিনিধি, বান্দরবান পার্বত্য জেলা) মাতামুহুরী নদীর মৎস্য সম্পদ সংরক্ষণে বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা মৎস্য অফিসার জনাব অভিজিৎ শীল স্যারের দিক নির্দেশনায় মাতামুহুরী নদীতে মা মাছ ও পোনা মাছ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। আজ চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকায় মাতামুহুরী নদীতে নিষিদ্ধ জাল (জগৎ বেড় জাল/বেড় জাল) দিয়ে নদীর ছোট পোনা মাছ ও মা মাছ আহরণ করার সময় আনুমানিক ১০০ মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম, বান্দরবান জনাব আব্দুল্লাহ আল মুমিন মহোদয়ের মোবাইল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। আইনগত সহায়তায় প্রদান করেন আলীকদম থানার সদ্য নিয়োগপ্রাপ্ত সাব ইন্সপেক্টর জনাব ইয়ামিন। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি চৈক্ষ্যং ইউনিয়নের মৎস্যজীবী গ্রুপকে মৎস্য সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যহত থাকবে। আলীকদম উপজেলার বাসিন্দের কাছে অনুরোধ থাকবে নদীর মাছ রক্ষায় আপনাদেরও ভূমিকা রাখতে হবে, তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বাস্তবায়নে: উপজেলা মৎস্য দপ্তর, আলীকদম, বান্দরবান