নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির সীমানা ভেংগে দখলে বাধা দেয়ায় গৃহবধূর উপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। আহত গৃহবধুকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৯ মার্চ সকাল ৯ টায় আড়াই হাজার উপজেলার উজার গোবিন্দ ইউনিয়নের ব্রাম্মনদি গ্রামের ইব্রাহিম মোল্লা নিজ বাড়ির সীমান পুনঃ নির্মাণ করতে গেলে স্হানীয় আওয়ামী সন্ত্রাসীরা দেয়াল নির্মানে বাধা দেয়। বিষয়টি নিয়ে উভয়পক্ষ তর্কে বিতর্কে লিপ্ত হলে সন্ত্রাসীরা বাড়ির মালিক ইব্রাহিম মোল্লা ও তার স্ত্রী রুপাকে বেধরক মারধর করে গুরুতর জখম করে। এ ব্যাপারে রুপা আক্তার বাঁদী হয়ে, আতাউর রহমান (৩৮), মতিউর রহমান উভয় পিতা মৃত আবদুল বাতেন, রেনু (৩০) স্বামী আতাউর রহমান, লাভলি (৪০) স্বামী মতিউর রহমান সহ অজ্ঞাতনামা ৭/৮জনের নাম উল্লেখ করে করে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত রুপাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এবিষয়ে হামলার শিকার ইব্রাহিম মোল্লা জানান, সন্ত্রাসীরা আমাদের জায়গার দেয়াল ভেঙে ফেলে দখল করার চেষ্টা করলে তাতে বাধা দেই। এই সময় তারা আমাকে ও আমার স্ত্রীর উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমিও আমার স্ত্রী রূপা গুরুতর আহত হই। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে। আমরা হামলাকারীদের গ্রেফতার সহ কঠিন শাস্তি চাই।