হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের শ্যামনগঞ্জ গ্রামে রাস্তাপার হওয়ার সময় পাখি ভ্যানের ধাক্কায় রোজা (৪) নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোজা গোপগ্রাম ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের রমজান আলীর মেয়ে। জানা গেছে শনিবার দুপুর দুটোর সময় শিশু রোজা বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় রাস্তা দিয়ে চলাচলকারী দ্রুতগতির সম্পন্ন পাখি ভ্যান ফজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু রোজা পড়ে যায় এবং তার মাথায় প্রচন্ড জখম হয়। পাখি ভ্যানটি পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা শিশুর রোজা কে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর শিশু রোজাকে মৃত ঘোষণা করেন। শিশু কন্যা রোজার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।