ঈদগাঁও প্রতিনিধি: ঈদগাঁও-ঈদগড় সড়কসহ আশপাশের এলাকায় ডাকাতি ও অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যা স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় আরেকটি অপহরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীদের মারধর করে এবং লুটপাট চালায়। এরপর স্থানীয় মসজিদের ইমাম ও বড়বিল এবতেদায়ী নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুর রহমান আজিজীকে পাহাড়ে তুলে নিয়ে যায়। অপহৃত ব্যক্তির পরিবার জানায়, আজিজুর রহমান তার স্ত্রীকে নিয়ে সিএনজিতে করে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে দুর্বৃত্ত দল তাদের আক্রমণ করে এবং অন্যান্য যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়। ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, ঈদগড়-ঈদগাঁও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং ডাকাতি-অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না বাড়ালে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ঈদগাঁও থানার ওসির মতে, স্বামী-স্ত্রী সিএনজিযোগে আসার সময় মসজিদের ইমাম অপহৃত হয়েছেন বলে তার স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি। ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।