তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় চুক্তি ভঙ্গ করে নির্বিচারে শিশু ও মুসলিম হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ২৫শে মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফুলপুর শাখার সাধারণ সম্পাদক মুফতী নজরুল ইসলাম ওসমানপুরী। এসময় ইসলামী ছাত্র আন্দোলন ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুস্তাক্বীম আল মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কাজীবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং রহিমগঞ্জ ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল আনসারী, স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসীর সহ-সভাপতি ছাত্রনেতা তাওহিদুল ইসলাম শাহীন, হাফেজ আতাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মিনারুল ইসলাম প্রমুখ।