এম আবু হেনা সাগর,ঈদগাঁও: পবিত্র শবে কদর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁওতে। মহিমান্বিত বিশেষ রজনী লাইলাতুল কদরের রাতকে ঘিরে উপজেলার প্রতিটি মসজিদে মুসল্লীদের ভিড় বেড়েছে। আল্লাহর রহমত ও বরকত প্রত্যাশায় রাতভর ইবাদত বন্দেগীতে মসজিদে ভিড় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকে ঈদগাঁও উপজেলা পাঁচটি ইউনিয়নে বিভিন্ন মসজিদে এমন চিত্র লক্ষনীয়। কেউ কেউ দল বেঁধে,কেউ বা একা একা আর কেউ সন্তানের হাত ধরে মসজিদে যাচ্ছেন।এশাও তারাবিহ নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ, কেজি স্কুল জামে মসজিদ, মাইজ পাড়া আজিজিয়া মাদ্রাসা মসজিদ,জলিলিয়া জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে শবে কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা করে ইমামরা। মনযোগ সহকারে কথাগুলে শ্রবণ করেছেন মসজিদে অবস্থানরত মুসল্লীরা। মসজিদেই উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। গভীর রাত অবধি নামাজ,জিকির এবং কোরআন তেলোয়াত মশগুল মুসল্লীরা। মোনাজাতে অঝর নয়নে কান্নাকাটি করেছেন মুসল্লীরা। এছাড়া শ্রেষ্ঠ রজনীতে আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চাইলো আর একই সঙ্গে আল্লাহর কাছে রহমতও বরকত চাইলেন। নামাজ শেষে হারানো পিতামাতাসহ আত্বীয়-স্বজনদের কবর জেয়ারত করতেও ভুলে যাননি লোকজনরা। অন্যদিকে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র খতমে তারাবি শেষও শবে কদরের রাত হওয়ায় অন্যান্য দিনের তুলনায় মুসল্লীদের ভিড় অনেক বেশি। মসজিদে প্রবেশ,বের হওয়ার সময় অনেককে ফকির মিসকিনদের দান করতেও দেখা গেছে। মুসল্লীরা জানান, নাজাতের আশায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি। তারাবি শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বাড়ীমুখী হলাম। কেউবা গভীর রাত পর্যন্ত মসজিদে ইবাদত বন্দেগি করার নিয়তে এসেছেন।