প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৩:১৫ পি.এম
লামায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানে ব্যবসায়িকে অর্থদন্ড

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামা বাজারে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা না থাকা এবং চলাচলের রাস্তায় দোকানের মালামাল রাখা ও রাস্তায় দোকান বসানোর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জন ব্যবসায়িকে ২৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লামা বাজারের রাস্তার দুই পাশে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। বিভিন্ন সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকা এবং শহরের প্রধান সড়কের দুই ধারের ফুটপাত অবৈধ ভাবে দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা করছেন কিছু ব্যবসায়ী। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ পথচারীদের। অভিযান পরিচালনা কালে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, জন সাধারণে চলাচল ও সড়কের দু’পাশে নির্বিঘ্নে যাতে যানবাহন চলাচল করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা