দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা ছাত্রলের সাবেক সহ-সভাপতি মোঃ হাসিবুর রহমান সাদ্দামের সভাপতিত্বে দিঘলিয়া উপজেলার প্রানের দাবী নির্মানাধীন ভৈরব সেতুর নির্মান কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য সেতু সংলগ্ন নগরঘাটে দিঘলিয়ার সর্বস্তরের জনগণ দের নিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে দিঘলিয়ার বিভিন্ন প্রান্তের জনগণ অংশগ্রহণ করে। কুয়েটের সাবেক ছাত্রদল নেতা জনাব মো: শরিফুল ইসলাম রিপন, চুয়েটের সাবেক ছাত্রনেতা জনাব,আশিকুজ্জামান তপু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব মেহেদী হাসান এর সার্বিক তত্বাবধানে এ মানববন্ধনে বক্তব্য রাখেন দিঘলিয়া থানা যুবদলের সম্মানিত আহবায়ক জনাব কুদরতে এলাহী স্পিকার, থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহবায়ক জনাব আব্দুল কাদের জনি, সরকারি মজিদ কলেজের প্রভাষক জনাব আজাদুর রহমান, সাবেক ছাত্র নেতা আউফাসুর রহমান, সাবেক ছাত্র নেতা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা মোঃ ফয়সাল, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি জনাব মোঃ শাহজাহান, দিঘলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক মেহেদী, আতিকুজ্জামান অপু সহ আরও অনেকে। এ সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মো: খাইরুল মল্লিক, মো: আল-আমিন, শিক্ষক নেতা আব্দুল আলীম, মো: কাশেম, তাসকিন আহমেদ শান্ত, মিদুল মোল্লা, নুরুল আমিন, বেলাল হোসেন,মাজহারুল ইসলাম, বিএনপি নেতা আজিজ খান সহ বিভিন্ন পেশার মানুষ। বক্তব্যে বক্তারা সেতু নির্মাণের বিভিন্ন জটিলতার কথা তুলে ধরেন এই জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ প্রদান করেন। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান কাজের অগ্রগতি না হলে আগামী কোরবানি ঈদের সময় সকল পেশার জনগনকে নিয়ে কঠিন আন্দোলনের ডাক দেন।