পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা কমাতে আরকান মহাসড়কে ৪ লাইন করার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন করা হয়েছে। এবং তাদের পক্ষ থেকে এ বিষয়ে জোড়ালো দাবি জানিয়ে, এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়তে ইসলামী পটিয়া উপজেলার শাখার আমীর জসিম উদ্দিন, পটিয়া পৌরসভা শাখার আমীর সেলিম উদ্দিন, উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, কচুয়াই উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট ওমর ফারুক। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কে পটিয়া সহ বিভিন্ন উপজেলার এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়ে অসংখ্য লোকজন নিহতসহ অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। ঈদের তৃতীয় দিন এ সড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত হয়। একই ঘটনায় আরোও অনেকে আহত হন। সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য মহাসড়কে ট্রাকে করে লবণ পরিবহন বন্ধ রাখা, সড়কের বাঁক সোজা করণ, ঝুঁকিপুর্ণ পয়েন্টে গতিরোধক বাঁধসহ সড়ক ৪ লাইন করা অতীব জরুরি। অন্যতায় এ দুর্ঘটনা বন্ধ করা অসম্ভব।এ মানববন্ধনে জামায়াতের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও অংশ গ্রহণ করেন।