ফিরোজ সরকার দিনাজপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার অন্তর্গত ৩নং ফতেজংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক দিনাজপুর জেলা আমীর, দিনাজপুর-০৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী, জননেতা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা। আরও আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জামায়াতের থানা সেক্রেটারী জনাব মো: আব্দুল মমিন, সাবেক থানা বায়তুলমাল সেক্রেটারী জনাব মো: অলি- মদ্দিন, আরও উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আলোচনা, দোয়া ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়। সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা শেষ করেন অত্র ইউনিয়নের সভাপতি জনাব মাওলানা জারিফ আল হাসান।