মোঃ হারুন অর রশিদ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ও অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরী করেছে মোফাসসেল সরকার নামে একজন সংবাদকর্মী। জানা যায়, ফেসবুক ও মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই সাংবাদিক মোফাসসেল সরকারের নামে আজে বাজে ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে অজ্ঞাত একটি শ্রেণি। তারা ফেসবুকে 'জেনারেল আতাউল গণি ওসমানী' ও জাগো কটিয়াদীসহ বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছে। এ বিষয়ে সংবাদকর্মী মোফাসসেল সরকার বলেন,বর্তমানে ফেসবুকে প্রচারিত ভূয়া ব্যানার/ফেস্টুন অজ্ঞাত ব্যক্তি/বক্তিরা আমার মানহানীর লক্ষ্যে তৈরি করে প্রচার করছে। আমি গত ২রা মার্চ রাতে ফেসবুক ওপেন করেই দেখি জাগো কটিয়াদী, জেনারেল আতাউল গনি ওসমানী সহ বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে এটা পোস্ট করেছে।বর্তমানে আমি শুধু দৈনিক ভোরের দর্পণ ও নিউজ ২১ টেলিভিশনে কাজ করি।আগে দৈনিক এই বাংলা,পানকৌড়ি নিউজ ও বর্তমান কথা পত্রিকায় কাজ করেছি।এছাড়া আর অন্য কোনো মিডিয়ায় করি না।এ বিষয়ে কটিয়াদী মডেল থানায় জিডি করেছি।যাহার নং-৫৪। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান,তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।