সফিকুল ইসলাম রানা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলা ভারত উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিলবিদ, চারত্বরীকার পীরে কামেল, উাজুল উলামা, মুফতীয়ে আজম, আমাদের প্রান প্রিয় মুর্শিদ ও বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, না'য়েবে আ'লা হযরত, আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মো. আবুল কাশেম রিজভী আল-কাদরী (রহ.) এর স্মরণেও পীরে ত্বরীকত, মুফাসসিরে কোরআন, মুফতীয়ে আযম, উাজুল উলামা, হযরাতুল আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মো. আতাউল মোস্তফা রিজভী আল-কাদরী সাহেবের শুভাগমন উপলক্ষে ১২তম ইছালে ছাওয়াবের মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লবাইরকান্দি গ্রামের খানকায়ে নুর মদিনা দরবার শরীফে আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মো. আতাউল মোস্তফা রিজভী আল-কাদরী সাহেবের শুভাগমন উপলক্ষে ১২তম ইছালে ছাওয়াবের মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠানে খানকায়ে নুর মদিনা দরবার শরীফের সভাপতি আলহাজ্ব মো. আহাম্মদ উল্ল্যা মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মো. আয়েত আলী মাষ্টার। প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন পীরে ত্বরীকত, রাহনুমায়ে শরীয়ত, উদ্ভাজুল উলামা, হযরাতুল, আল্লামা আলহাজ্ব মাও. ছিদ্দিকুর রহমান মুফতী হানাফী আল-ক্বাদেরী পীর সাহেব।মহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজ সেবক ও প্রবাসী মো. গোলাম মহিউদ্দিন, এলাকার যুবসমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।