সফিকুল ইসলাম রানা: যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে ৩২ কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী একটি প্রাইভেট কার ও মাদক কারবারি মো. সৈকত হোসেন (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মতলব-আমিরাবাদ এলাকার হাইওয়ে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. সৈকত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সালোকিয়া গ্রামের বাসিন্দা। রবিবার (৬ এপ্রিল) সকালে সেনাবাহিনী চাঁদপুর ক্যাম্প ও মতলব উত্তর থানা পুলিশ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। গত শনিবার রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে মাদক ব্যবসার অভিযোগে মতলব উত্তর উপজেলার মতলব-আমিরাবাদ এলাকায় হাইওয়ে রাস্তায় থানার পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সৈকত হোসেন (২০) নামক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির কাছে ৩২ কেজি গাঁজা এবং একটি ছাই রংয়ের (ঢাকা-মেট্রো-গ ২৩-১৯২৪) উদ্ধার করা হয়। চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ বলেন, আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার আসামিকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামি মো. সৈকতকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।