সফিকুল ইসলাম রানা: মতলব উত্তরের ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রোববার (৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম, মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। বিদ্যালয়ের শিক্ষক ছবির আহাম্মদ ও ফারুক আহম্মেদ বাদলের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ভিপি মফিজ, জমির সরকার প্রমুখ। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে। এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।