সাজীদ হোসেন কিবরিয়া বন্দর প্রতিনিধিঃ বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২ নং মাধপাশা আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয় এর এস এস সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃজামান হোসেন।আরো উপস্থিত ছিলেন ২ নং মাধপাশা প্রঞ্চায়েত কমিটির আব্দুল রব।প্রধান অতিথি বক্তব্যে জামান মেম্বার এসএসসি পরিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরা আগামী দেশ গড়ার কারিগড় তোমাদের মাঝ থেকে তৈরি হবে ডিসি,এসপি, ,জজ, ওকিল,ডাক্তার, পুলিশ,সেনাবাহীনি,শিক্ষক। এসএসসি পরীক্ষায় প্রথম দাপ ১০ টি বছর সাধনার ফল এই এসএসসি।তোমরা সুন্দর মতো পরিক্ষা দিবে আমাদের স্কুলের সুনাম বয়ে আনবে আমার পত্যাশা করি এবং মা বাবার স্বপ্ন পূর্ণ করে ভালো কোন কলেজ ভার্সিটিতে যাবে তোমরা কিন্তু সে গুলোর প্রথম স্থানই এই এসএসসি পরীক্ষা।তিনি আরো বলেন তোমরা সব সময় স্কুলের শিক্ষকদের সম্মান করবে বাবা মায়ের পর শিক্ষকদের ভূমিকা একজন ছাত্র তৈরি করার কারিগর এই শিক্ষকরা তোমাদের শিক্ষা দিয়ে থাকে তাই সব সময় তোমরা শিক্ষদের প্রতি শ্রদ্ধা রাখবে।তোমাদের পরিক্ষা ভালো যেন হয় সে জন্য মোবাইল চালানো থেকে একটু বিরত থাকো পড়া লেখায় মনযোগী হও, মোবাইল থেকে বিরতি থেকে এই পরিক্ষার কয়টা দিন পড়াশোনার প্রতি মনযোগী হও দেখবে সকলে ভালো রেজাল্ট করবে। তোমাদের পরিক্ষা শুরু হবার ১ ঘন্টা আগে বাসা থেকে রওনা দিয়ে কেন্দ্রে যাবে রোল নং সিট সব কিছু বুঝে নিবে এবং বাসা থেকে বের হবার আগে অবশ্যই এডমিট কার্ড টি সাথে আছে কিনা সকল কাগজ পত্র ভালো করে দেখে নিয়ে তার পর বাসা থেকে বাবা মায়ের দোয়া নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবা।দোয়া করি তোমাদের সকল পরিক্ষার্থীদের জন্য তোমরা ভালো রেজাল্ট করে আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয় এর সুনাম বয়ে আনবে। বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিউধরা আল মদিনা জামে মসজিদের ইমাম ও ২ নং মাধপাশা মসজিদ এর মোয়াজ্জেম মোঃমিন্ঠু।আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক নীশিথ কুমার জোয়ার্দার, শিক্ষক মোঃদিদার আহম্মেদ, মোঃহুমায়ুন কবির হিমেল সহ শিক্ষক ও এসএসসি পরিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ।