তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা, বর্বর হামলার ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরের ৭ এপ্রিল সোমবার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় পৌরসভার বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে পূবালী ব্যাংক পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে গোল চত্বরের এসে শেষ হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদর সচিব হেলাল উদ্দিন হেলু, কলেজ ছাত্রদল নেতা এ.কে.এম আরিফুল হক, মুফতি আদনান, মুফতি সাব্বির আহমেদ, মাওলানা আব্দুল মান্নান, ছাত্র প্রতিনিধি মাহামুদ প্রমূখ। এর আগে বেলা ১২টায় বওলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের ছাত্র ও জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বওলা বাজার প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। সর্বশেষ ঐতিহাসিক বালিয়া মাদ্রাসা শিক্ষার্থী ও সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল বাদ আসর অনুষ্ঠিত হয়। পৃথক মিছিল গুলোতেই লোক সংখ্যা চোখে পড়ার মতো ছিল। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’;‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট’সহ নানা ক্ষোভ ও প্রতিবাদের স্লোগান দেন। বক্তারা গাজায় বর্বরোচিতভাবে শিশু ও মুসলিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে উহা বন্ধ করার জন্য জাতিসংঘের কাছে জোরালো দাবি জানান।