জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৭ ত্রপ্রিল)সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুল মান্নান মিয়া সঙ্গী ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভার ০৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকার নাসির উদ্দিন রানা এর ভাঙ্গারী দোকানের সামনে রামগড় বাজার হইতে সোনাইপুল বাজারগামী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রিপন (৪৮) কে দেশীয় তৈরী ১০লিটার চোলাইমদ সহ গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামী-মোঃ রিপন (৪৮) জেলার রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কেপায়েত উল্লাহ,র ছেলে। রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।