দিদারুল হৃদয়, গুইমারা উপজেলা প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইজরায়েল গণহত্যা ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধের প্রতিবাদে উত্তাল আজ বিশ্বের মুসলিমসহ মানবতাবাদী মানুষ। নৃশংস হত্যাকান্ড ও নির্মমতার প্রতিবাদে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্রদলের উদ্যোগে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের হাজারো মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে গুইমারা উপজেলা বিএনপির অফিস হতে মিছিল এর মাধ্যমে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গুইমারা সরকারি মডেল হাই স্কুল এর সামনে এসে।মানববন্ধনে অংশ নেন। ইসরায়েলী পণ্য বর্জন ও ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন। গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন-অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং গণহত্যার দায়ে ইসরাইলকে বিচারের মুখামুখি করার দাবী জানান। এসময় অন্যান্য বক্তারা বলেন,আমেরিকাসহ বিশ্ব মোড়ল দেশগুলো আজ ইজরায়েলের গণহত্যা দেখেও না দেখার ভান করে নিঃশ্চুপ হয়ে আছেন! তাদেরও বয়কট করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান।