তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল কর্তৃক বর্বরোচিত গণহত্যা, মানবতাবিরোধী আগ্রাসন ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংসহতি প্রকাশ করে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এর আগে, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অত্র কলেজে জড়ো হতে থাকেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ শ্লোগানসহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান হীরা সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিপ্লবী সদস্য সচিব এ.কে.এম. আরিফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল এর সহ সভাপতি মোশারফ হোসেন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ.কে.এম সুজা উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক সানোয়ার আকন্দ, ইভান, মিজান, আমিনুল ইসলাম, আল- আমিন শিশির, বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মোবারক শিকদার, কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ন আহবায়ক মেরাজুল ইসলাম, নাজমুস, আব্দুল্লাহ, জয়, জিহাদ সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা, ইসরায়েলি পণ্য বর্জন, গাজা ও রাফায় নির্বিচারে শিশুসহ গণহত্যা বন্ধ, যুদ্ধাপরাধের দায়ে ইসলায়েল সরকার প্রধানের যথাযথ বিচার, ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার আহ্বান জানানো হয়।