পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-পটিয়ার ছনহরা ইউনিয়নে ১নং ওয়ার্ড উত্তর ছনহরায় বাড়ির অদূরে ফসলি জমির ক্ষেত থেকে মো নুরুল ইসলাম (৫০) নামের এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ টার সময় এ লাশ উদ্ধার করে। সে মৃত কবির আহমদের ছেলে। স্হানীয় সুত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে স্হানীয়রা এক ব্যাক্তির লাশ দেখতে পেয়ে পটিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তে চমেক হাসপাতালে মর্গে জন্য প্রেরণ করে। এদিকে স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম পটিয়া পৌর সদর বাস স্টেশন সম্রাট হোটেলে দীর্ঘদিন চাকুরি করে আসছে। পৌর সদরে সেই একটি বাসা ভাড়ায় থাকত। তার পরিবার গ্রামের বাড়িতে থাকেন। মাঝে মধ্যে রাতে বাড়িতে আসত নুরুল ইসলাম। হোটেল মালিক জানান, সোমবার রাত ১১ টার দিকে কাজ শেষে হোটেল থেকে চলে যান। সকালে তার লাশের খবর পায়। নিহত শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও পড়নের কাপড় কিছুই ছিল না। তার শার্ট দিয়ে পেটের মধ্যে শক্ত বাঁধও ছিল। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো: নাজমুন নুর জানান, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, বিষয়টি তদন্ত চলছে ঘটনার রহস্য উদঘাটন পুলিশ তৎপর রয়েছে।