পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:- পটিয়ায় মাদকের রমরমা ব্যবসায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। প্রতিনিয়ত চোলাই মদের ব্যবাসীরা এলাকাজুড়ে মদের হাট বসিয়েছে। এর ধারাবাহিকতায় ৮ এপ্রিল মঙ্গলবার উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮নং শের আলী সওদাগরের দোকানের সামনে সড়কের উপর সকাল সাড়ে ৮টায় অতিষ্ঠ এলাকাবাসীর তাড়া খেয়ে সিএনজি অটোরিক্সাভর্তি চোলাই মদ ফেলে পালালো একদল মাদক কারবারি। পরে খবর পেয়ে পটিয়া থানা পুলিশের এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিচালিত একটি অটোরিক্সাসহ চোলাই মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ ইসমাইল ও মোঃ আজম খান জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমজুর হাট সড়কের দিক থেকে একটি মেরুন কালার কার একটি সিএনজি অটোরিক্সাকে ডাকাত ডাকাত বলে ধাওয়া করে। এসময় সিএনজি অটোরিক্সাটি থামিয়ে বস্তায় করে কিছু জিনিস কারে তুলে ফেলতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তারা দৌড়ে ঘটনাস্থলে যেতে দেখলে কারটি সড়কের দক্ষিণ দিকে দুইটি বস্তা নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে সিএনজি অটোরিক্সাসহ ওখানে থাকা আরো দুটি চোলাই মদের বস্তা ফেলে পালিয়ে যায় ৩/৪ জন মাদক কারবারি। পরে স্থানীয়রা গিয়ে সিএনজিতে মদের অস্বিস্ত শনাক্ত করার পর পটিয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে সিএনজি অটোরিক্সাসহ চোলাই মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, উদ্ধারকৃত চোলাইমদের আনুমানিক ১২০ লিটার হবে। এছাড়াও প্রতিদিন কেলিশহর- হাইদগাও ইউনিয়নে পাহাড়ি সুড়ঙ্গ পথে মাদক পটিয়ায় এনে পুরো পটিয়া উপজেলায় স্বাপলাই করে আসছে একটি সিন্ডিকেট। পুলিশ একাধিকবার মাদককারবারীদের আটক করলেও আইনের ফাঁকে বেরিয়ে আবারও জমজমাট মাদক ব্যবসা চালাচ্ছে বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়। পটিয়া থানার ওসি আবহ জায়েদ মো: নাজমুন নুর জানান, কিছু চোলাই মদ উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।