পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে দরবার শরীফ প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন দরবার ছৈয়্যদ ইমামে তরিকত্ব আবুল মাকছুম মুহাম্মদ মোতাছিম বিল্লাহ্ সম্পদ সুলতানপুরী (মা.জি.আ.)। সমাজ সেবক মোহাম্মদ নাছির উদ্দীন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ মোস্তাক, আজিজুল ইসলাম আলকাদেরী, ফয়জুর রহমান আলকাদেরী, হামিদ হাসান আলকাদেরী, হাফেজ মঞ্জুরুল ইসলাম আলকাদেরী, মৌলানা মোস্তাফা কামাল আলকাদেরী প্রমুখ। উক্ত মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন হয়রত আবুল খায়ের সুলতানপুরী এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, উপদেষ্টা পরিষদ, আঞ্জুমানে আশেকানে আহলে বাইত রাসুল (স:), স্টুডেন্ট অফ হেল্প ফান্ড অর্গানাইজেশন, হাইদগাও এম আই সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিক্ষক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সভাপতির বক্তব্যে সম্পদ বিল্লা সুলতানপুরী বলেন, ইসরায়েল ফিলিস্তিনের হামলা করে নারী, শিশু এবং মুসলিম ভাই-বোনদের হত্যা করছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ইসরাইল কোনো রাষ্ট্র নয় বরং তারা একটি পথভ্রষ্ট সন্ত্রাসী সংগঠন, মুসলিম বিশ্ব তথা সারাবিশ্বকে এক হয়ে মানবিক কারণে এ গণহত্যার বিচার নিশ্চিতপূর্বক ইসরাইলের সব পণ্য বয়কট ও তাদের দোসরদের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।