ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ-- দেশব্যাপী আজ ১০ এপ্রিল থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দেশীয় প্রথা অনুযায়ী অনেক অভিভাবক উপস্থিত হয়ে থাকেন। এবার খুলনার দিঘলিয়া উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলির কাছাকাছি নিরাপদ স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষ থেকে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে । উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি নিরাপদ দূরত্বে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য তাবু খাটিয়ে বসার জন্য চেয়ার এবং সুপেয় পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে। ব্যতিক্রমধর্মী এই চমকপ্রদ উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পরীক্ষার্থীর অভিভাবকরা এই সুন্দর আয়োজনের জন্য অত্যন্ত আনন্দিত ও খুশি হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী ১০ এপ্রিল সকাল ১০ টা থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা বোর্ডগুলির তথ্য মতে এ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন । নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে কমেছে ২১ হাজার ৬৬২ পরীক্ষার্থী। গতবছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬২ হাজার ৭২৬ জন। এবছর পরীক্ষার্থী ১ লাখ ৪১ হাজার ৬৪ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে খুলনার ৫৯ টি কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৯৬৬ জন। ছেলে ১০ হাজার ৯২২ জন ও মেয়ে ১১ হাজার ৪৪ জন। দিঘলিয়া উপজেলার মোট ৫টি কেন্দ্রে এসএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ৫টি কেন্দ্রের মধ্যে এসএসসি ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১০৮৮ জন এবং ১টি এসএসসি ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৪০ জন। এ উপজেলায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১২২৮ জন।