নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থা,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জনকল্যাণ সচিব রাসেল ইসলাম জীবনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম বিভাগ,জেলা ও মহানগর কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল সকাল এগারটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিভাগের সভাপতি মাসুূদ আলম সাগরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন - কেন্দ্রীয় নিবাহী কমিটির সহ সভাপতি আতিকর রহমান আজাদ কক্সবাজার জেলা সভাপতি নুরুল আমিন হেলালী এবং চট্টগ্রাম মহানগরের সভাপতিসহ অনেকে। এসময় কক্সবাজার জেলা কমিটি যুগ্ম সাধারণ এম আবু হেনা সাগরসহ বিভিন্নস্তরের সাংবাদিক রা উপস্থিত ছিলেন। বক্তারা,সাংবাদিকদের উপর নির্যাতনে প্রতিবাদে তীব্র নিন্দাসহ অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান।