নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে লুট করা অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া ব্রীজের নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়দের মতে, বিগত বছর ৫ আগস্ট (জুলাই বিপ্লবে) বিক্ষুব্ধ জনতা থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় থানা থেকে অস্ত্র ও সরঞ্জামদি লুট হয়। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নাঈমুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে গজালিয়া ব্রীজের নিচে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ১টি দোনলা বন্দুক, ১টি হেলার, ১টি গ্যাস মাস্ক, ২টি গামবুট, ১টি রেলিং পাইপ, ১টি লেগগার্ড ও অস্ত্রের ২টি সিনিং উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র কারা ফেলে গেছে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।