পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার মনশাটেকস্থ শাহ নিজামী ট্রেডার্স দোকানের সামনে রাস্তার ১৩ এপ্রিল রবিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযন চালিয়ে জসিম উদ্দিন প্রঃ বাঁচা (৪২) এর পরিহিত লুঙ্গির সামনের ডান কোচরে দুইটি নীল রংয়ের পলি প্যাকেটের একটিতে মেথামফিটামিনযুক্ত ইয়াবা নমীয় ট্যাবলেট ২০০(দুইশত) পিস এবং অপরটিতে ১৪৯ (একশত উনপঞ্চাশ) পিসসহ মোট (২০০ + ১৪৯) =৩৪৯ (তিনশত উনপঞ্চাশ) পিস, প্যাকেটসহ ওজন-৩৬ (ছত্রিশ) গ্রাম এবং জামাল উদ্দিন প্রঃ মিন্টু (৪৮) এর দেখানো ও স্বীকারোক্তিমতে নিজ মালিকানাধীন শাহ নিজামী ট্রেডার্স দোকানের ক্যাশ বাক্সের ভিতর তিনটি নীল রংয়ের পলি প্যাকেটে মেথামফিটামিনযুক্ত ইয়াবা নমীয় ট্যাবলেট প্রতিটিতে ২০০ (দুইশত) পিস করে মোট (২০০×৩) = ৬০০ (ছয়শত) পিস, প্যাকেটসহ ওজন ৬০(ষাট) গ্রামসহ সর্বমোট ইয়াবা ট্যাবলেট (৩৪৯+৬০০)=৯৪৯ (নয়শত উনপঞ্চাশ) পিস ইয়াবা সহ দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। জসিম উদ্দিন প্রঃ বাঁচা, মোঃ জামাল উদ্দিন প্ৰঃ মিন্টু কুসুমপুরা ইউনিয়নোর ৭ নম্বর ওয়ার্ড পুর্ব মনসা মৃত জালাল আহমদ পুএ। মামলার এজাহার সুএে জানা যায়, মোহাম্মদ পিয়ার হোসেন, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চট্টগ্রাম “খ” সার্কেল গোপন সংবাদের ভিক্তিতে মনসা এলাকায় শাহ নিজামী ট্রেডার্স দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ জসিম উদ্দিন প্রঃ বাঁচা (৪২), মোঃ জামাল উদ্দিন প্রঃ মিন্টু (৪৮) দুই সহদর ভাই ইয়াবা ট্যাবলেট পাইকারি ও খুচরা বিক্রয় করিয়া আসছে। ১৩ এপ্রিল রবিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পটিয়া থানার এএসআই জাম শিদ আলম খানের নেতৃত্বে এএসআই আব্দুল্লা আল মামুন, সহ একদল পুলিশ মনশাটেকস্থ শাহ নিজামী ট্রেডার্স দোকানের সামনে রাস্তার উপর হতে জসিম উদ্দিন প্রঃ বাঁচা (৪২) কে এবং মোঃ জামাল উদ্দিন প্রঃ মিন্টু (৪৮) কে দোকানের ভিতর ক্যাশে বাক্সে থাকা ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। আটক কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সুএে জানায়। এছাড়াও তারা দুই ভাই বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত রয়েছে বলে এলাকার লোকজন সুএে জানায়। তাদের বিরুদ্ধে তদন্ত করলে আরো অপরাধের খতিয়ান পাওয়া যাবে বলে স্থানীয়রা জানান।