জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩২ বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার (১৪ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যুক্ত ছিলেন। শোভাযাত্রাটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা স্বাধীনতা সোপান প্রাঙ্গণে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন, অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপজেলা ছাএদলের সভাপতি আরিফুল ইসলাম সজল,পৌর ছাএদলের সভাপতি নুর মোহাম্মদ রাব্বি সহ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।