জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সদর ইউপির আলুটিলা পুনর্বাসন,চৌদ্দখর পাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আলুটিলা পুনর্বাসন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৭ পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৩হাজার টাকা উপজেলা প্রশাসনের পক্ষথেকে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ে ১৫হাজার টাকা ও ৪৭ পরিবারের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন। বুধবার (১৬ এপ্রিল)সকল সাড়ে ৯টার দিকে আলুটিলা পুনর্বাসন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৩হাজার টাকা কাল বৈশাখী ঝড়ো ক্ষতিগ্রস্ত ৪৭ পরিবারের মাঝে ৩০কেজি করে চাউল বিতরন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অংহ্লা মারমা, উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, আলুটিলা পুনর্বাসন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,শান্তি এিপুরা মেম্বার সহ কার্বারি গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।