মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার রবিনটেক্স গার্মেন্টসে বিশৃঙ্খলাকারী সেলিম মাহমুদ(৪৭) নামের এক শ্রমিক নেতাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গতকাল ১৬এপ্রিল বুধবার গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ফ্রন্টের সভাপতি। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ইদরাকপুর গ্রামে। তার পিতার নাম আব্দুর রশিদ বেপারী। গ্রেফতারকৃত সেলিম মাহমুদ রবিনটেক্স গার্মেন্টসের বিশৃঙ্খলাকারী মাস্টারমাইন্ড বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য রবিনটেক্স গার্মেন্টসের ৬৫জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় অবরোধ করার সময় গত ৯ এপ্রিল রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে যৌথ বাহিনীর সদস্যসহ অর্ধশত শ্রমিক আহত হয়। তাতে তখন গ্রেফতার হয় ১২জন। এ ব্যাপারে ৬৬জনকে নামীয় ও অজ্ঞাত ৩০০-৪০০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।