তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের বাউন্ডারি ও গেইট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ই এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ সময় সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইঞ্জিনিয়ার, ঠিকাদাস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষার্থে উপজেলা পরিষদের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের মাঝ বরাবর সামনে প্রবেশ পথে হালুয়াঘাট টু ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন অত্যাধুনিক দৃষ্টিনন্দন গেইট ও বাউন্ডারি নির্মাণ কাজের ঠিকাদার লটারির মাধ্যমে ময়মনসিংহ কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহারিয়া আহমেদ সেলিম (সামারা এন্টারপ্রাইজ) নিযুক্ত হয়। পরে মাপ যোগ শেষে বৃহস্পতিবার উক্ত কাজের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে নির্মাণ কাজ শুরু হয়।