ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ--এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবি'র আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয় বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫। রান আয়োজনকে উৎসবমুখর করতে যুক্ত ছিল দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। বিশ্বব্যাপী দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে 'বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫' অনুষ্ঠিত হওয়ায় আজ সকালে রাজধানীর হাতিরঝিল এলাকা উৎসব এবং ফিটনেসের এক প্রাণবন্ত প্রদর্শনীতে পরিণত হয়। হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে সকাল ৬:০০ টায় দৌড় শুরু হয় এবং হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে শেষ হয়। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ (ATJFB) কর্তৃক আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় ৭০০ জনেরও বেশি অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন, যার মধ্যে বিদেশী কূটনীতিক, পেশাদার ক্রীড়াবিদ, ভ্রমণ উৎসাহী এবং বিমান ও পর্যটন খাতের গুরুত্বপূর্ণ অংশীদাররা ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাইনুল হাসান, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামুদি, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেংলেট, বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস এবং বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত প্যানোমসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিটিবির সিইও জাবের বলেন যে এটি একটি অত্যন্ত উপভোগ্য এবং অর্থবহ অনুষ্ঠান ছিল। "আমরা বিশ্বাস করি যে এই ধরনের উদ্যোগ বিশ্বব্যাপী পর্যটন গন্তব্য হিসেবে বাংলাদেশের আবেদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে।"রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন এবং এটিজেএফবি সভাপতি মো. তানজিম আনোয়ার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীদের জন্য দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। একটি ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক দৌড় এবং অন্যটি ২ কিলোমিটার মজার দৌড়। পুরুষদের ৭.৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- ১ম - এলাহী সরদার,২য় - আশরাফুল আলম ৩য় - সাজ্জাদ হোসেন। মহিলাদের ৭.৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন -১ম - সাদিয়া শাওলিন সিগমা,২য় - স্বর্ণা, ৩য় - ফারজানা। ২ কিলোমিটার মজার দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন -১ম - জিসান,২য় - অভি ইসলাম, ৩য় - জহুরুল। ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম জানান, রানে পুরুষ, নারী ও ফান ক্যাটাগরীতে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেককে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রদান করা হবে যথাক্রমে ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা -ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলের মাঝে সৌভাগ্যবান ৩ জনকে এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রদান করা হবে যথাক্রমে ঢাকা-মালদ্বীপ -ঢাকা, ঢাকা -ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট। অনুষ্ঠানের শেষে আনন্দ উল্লাসের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেওয়া হয়।