প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪৮ এ.এম
মাদকের টাকার জন্য মারধর, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
হাবিবুর রহমান নেত্রকোনা: মাদকের টাকার জন্য মারধর, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা। মাদকের টাকার জন্য মাকে মারধর করে ছেলে। অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। নেত্রকোনার কলমাকান্দায় এ ঘটনা ঘটেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. শহিদুল ইসলাম। ওই মাদকাসক্ত যুবকের নাম শাহজাহান মিয়া (২৫)। তিনি উপজেলার পাঁচগাও গ্রামের শুকুর মাহমুদের ছেলে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শাহজাহান একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করত, মারধর করত। শেষে অতিষ্ঠ হয়ে পুলিশে বিষয়টি জানান তার মা সাজেদা খাতুন। মায়ের অভিযোগ পেয়ে উপজেলা সদরের মুক্তিচর এলাকা থেকে পুলিশ তাকে মাদকসেবনরত অবস্থায় আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শাহজাহান তার নিজের অপরাধ স্বীকার করে নেন। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি)।রাতেই শাহজাহান মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা