মো:হা-মীম সিটি রিপোর্টার: জযবাংলা নামক ফেসবুক পেইজ থেকে তার বিরুদ্ধে অসত্য ও অপপ্রচারের ছড়ানোর অভিযোগ এনে কদমতলী থানায় ২৪/০৪/২০২৫ বৃহস্পতিবার,সাইবার আইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফাহিম আহমেদ সজল বৃহস্পতিবার নিজে উপস্থিত হয়ে এ জিডি করেন তিনি। যাহারা জিডি নাম্বার ১৬১৫। ফাহিম আহমেদ সজল তিনি রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন কদমতলী থানাধীন ৫৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। জিডির সূত্র ধরে জানা গেছে, ২৪/৪/২০২৫ ইং তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় আমি কদমতলী থানাধীন শ্যামপুর পালপাড়া মন্দিরের সানে জাড়া বাসায় থাকাকালীন সময়ে হঠাৎ আমার ফেইসবুক আইডিতে (Md Sajal) ঢুকে দেখতে পাই "জয়বাংলা " নামক একটি পেইজ হতে সাচার https://www.facebook.com/profile.php?id=61550119473703) আমার নামে ভুয়া মেজিস্ট্রেট সংক্রান্তে এবং মাদক সংক্রান্তে বিভিন্ন অপাচারসহ চালায় যাতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির এমন আচরণে আমি বিব্রতকর অবস্থার মধ্যে আছি। তামি বিভিন্ন ভাবে চেষ্টা করিয়াও উক্ত অপপ্রচার কারীর পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হই। উল্লেখ্য যে, এই বিষয়ে সুনিদ্রিষ্ট তথ্য উপাত্ত না থাকায়। আপাদত বিষয়টি সাধারাণ ডাইরীভুক্ত করিয়া রাখা প্রয়োজন। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে/ প্রয়োজন সাপেক্ষে মামলা করার জন্য গুণগা মামলা করার জন্য আবেদন করা হবে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখেন বলে জানায়। আইন প্রক্রিয়ায় মাধ্যমে এ অপপ্রচারে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান ফাহিম আহমেদ সজল। কদমতলী থানার এসআই মো:হাসান কবির জানান, ফাহিম আহমেদ সজল এর বিরুদ্ধে জয় বাংলা ফেসবুক পেজ থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের সাইবার ইউনিটির মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।