চট্টগ্রাম প্রতিনিধি:- পটিয়া প্রতিপক্ষের হামলায় পটিয়া পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক কৃষকদলের আমিনুল ইসলাম আমিন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৫ এপ্রিল সকাল ১০ টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড (হাবিবুর পাড়ার) পুর্বগলি বাড়িতে। আহত আমিন ঐ এলাকা টুনু মিঞার পুএ। আহতকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা প্রদান করে। তার মাথায় গুরুতর জখম হয়। এব্যাপারে আমিনু ইসলাম বাদী হয়ে পটিয়া থানায় তিনজনের বিরুদ্ধে জিডি নং জিডি ট্র্যাকিং নং: 8X3U5W,জিডি নং: ১৬৯২ দায়ে করেছে। এতে বিবাদী করা হয় একই বাড়ির নাসির উদ্দিন (৪০), মোঃ ইমন (২০), হালিমা বেগম (৩৫)।পটিয়া থানার জিডি সুএে জানায় যায়, বসতগৃহের দরজায় ইট ছুড়ে মারাকে কেন্দ্র আমিনুল ইসলাম এর পরিবারের সদস্যদেরকে অহেতুক গালিগালাজ শুরু করে প্রতি পক্ষরা । এসময় আমিন ঘর থেকে বাহির হইয়া বিবাদীদেরকে গালিগালাজ না করার অনুরোধ করে চলে যায়। পরে ২৫ এপ্রিল শুক্রবার দুপুরে বসতঘর সংলগ্ন রাস্তায় একা পেয়ে আমিনুল ইসলাম এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারিয়া মাথায়, হাতে, পায়ে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে বিবাদীগণের কবল হইতে আমিনুল ইসলাম কে উদ্ধার করে। আমিনুল ইসলাম জানান, বর্তমানে বিবাদীগণ তাকে হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছে। সে এ ব্যাপারে পুলিশ প্রশাসন সহ উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।