জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি বনফুল স্কুলের বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী ও নবীনবরণ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল)সকাল ১১টার দিকে তবলছড়ি বনফুল স্কুল মাঠে বনফুল স্কুলের আয়োজনে বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠানে বনফুল স্কুলের প্রধান শিক্ষক সুমন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। এসময় তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ইব্রাহিম, তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফজলুল হক চৌধুরী লিটন ,খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফর আলী মনির, তাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আমির হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব মো.ফোরকান ইমামী,উপজেলা ছাএদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সজল,সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন,পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের শিক্ষার জন্য পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া জেলার প্রতিটি ইউনিয়নে শিক্ষার প্রসারে বিভিন্ন স্কুল কলেজ স্থাপন করেছে দূর্গম এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার জন্য রাস্তা-ঘাট নির্মাণ করেছেন জানিয়ে তিনি আরো বলেন শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন গল্পের বই পড়া খেলাধুলা করার আহ্বান জানান ।বর্তমানে যুব সমাজ মাদকাসক্ত ও মোবাইলের প্রতি আসক্ত হয়েছে। সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদেরকে সঠিক পাঠদান করানোর জন্য শিক্ষকদের আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান অতিথিদের সাথে নিয়ে বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন।