জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ বাহিনী খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিপিএম পদক পেলেন। মঙ্গলবার(২৯ এপ্রিল) পুলিশ সেবা সপ্তাহ-২০২৫ উদ্বোধন শেষে রাজারবাগ পুলিশ দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তের হাতে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই দিন বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৬১ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়েছে। জুলাই-আগষ্ট বিপ্লবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মো: আরেফিন জুয়েলকে খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। তিনি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে যোগ দেন। খাগড়াছড়িতে যোগ দিয়েও তিনি অনেকে চাঞ্চল্যকর ও ক্লু-লেশ মামলার তথ্য উদ্ঘাটন করে প্রশংসা কুড়িয়েছেন। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পাওয়ায় বিষয়ে পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বলেন,দেরিতে হলেও নিষ্ঠা-সততার ফল পেয়েছি। তিনি জুলাই-আগষ্ট বিপ্লবে শহিদদের আত্মার শান্তি কামনা করে বলেন, শত শত ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি ছাত্র-জনতার রক্তে অর্জিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যোগ্যদের মূল্যায়ন করা হলে আরো অনেক পুলিশ সদস্য কাজে উৎসাহিত হবে। এই পদক ভবিষ্যতে ভালো কাজ করতে তাকে উৎসাহিত করতে বলেও জানান তিনি।