তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিন নামের একজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শাহিন মিয়া(৩০) ফুলপুর থানার ইছবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ২৩ নভেম্বর শনিবার মাদক কারবারিরা উপজেলার ছোট শুনই এলাকায় মাদক বিক্রি করবেন। পরে পুলিশের একটি চৌকস টিম এসআই আঃ খালেক এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স এএসআই সুমন মিয়া, মোজারুল ইসলাম, তানিমুল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুপুর ২টার দিকে শাহিন মিয়াকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কে থানায় আনা হয়।ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, আসামি শাহিন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে ২৪ নভেম্বর রবিবার ময়মনসিংহের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।