মো. ইসমাইলুল করিম স্টাফ রিপোর্টার: পার্বত্য জেলার বান্দরবানের লামায় আজিজনগর সাংগঠনিক উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামীর শিক্ষাব্যবস্থা হবে আধুনিক ও গ্রহণযোগ্য শিক্ষাব্যবস্থা। শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও পরিবেশ নিয়ে আজিজ নগর সাংগঠনিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমাদ তানু মতবিনিময় এই কথা বলে। কেন্দ্রীয় ৩৮ টি ছাত্রদলের মধ্যে লামায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ০১টি প্রতিনিধি দল (২৪ নভেম্বর) রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমাদ তানু,দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর, পৌরসভা ছাত্রদলে সাধারণ সম্পাদক কাওসার ইসলাম, আজিজ নগর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আনোয়ারুল হক মাসুম, যুগ্ম আহবায়ক অমিত হাসান'দের সাথে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও সামগ্রী বিতরণ করা হয়। আজিজ নগর এর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার পর বিভিন্ন সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন করলে শিক্ষার্থী উত্তর দেয়। উত্তর দিতে পারা শিক্ষার্থীদের মাঝে প্রথম স্থান,দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের মাঝে একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কলম, খাতা, ফুটবলসহ নানান উপহার প্রদান করেন। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ছাত্রদলে নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিক'সহ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী কেমন হবে আগামীর ছাত্ররাজনীতি ও শিক্ষা প্রতিষ্ঠান এর পরিবেশ তা নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের টিম প্রতিনিধি। তারা কোমলমতি শিক্ষার্থীদের গল্পের ছলে বাংলাদেশের স্বাধীনতা, তার ইতিহাস ও ছাত্রজনতার গনঅভ্যুত্থান নিয়েও মতবিনিময় করেন।মতবিনিময় পরে তাদের থেকে নানান প্রশ্ন করেন।তন্মধ্যে যে সকল শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দিতে পারে তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলো দেন। তাছাড়া প্রতিটি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রীও প্রদান করেন।পরবর্তীতে যেকোন প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল ও বিএনপি।সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি অভিভাবকদের কাছে সালাম পৌঁছে দেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।