দুজনেরই জন্ম ২০০৭ সালে। একজন বার্সেলোনার প্রাণভোমরা লামিনে ইয়ামাল, অন্যজন রিভার প্লেটের উদীয়মান নক্ষত্র ফ্রাঙ্কো মাস্তানতুনো।
ইয়ামালের উত্থান: রেকর্ড আর শিরোপার হাতছানি
২০২৩ সালের ২৯ এপ্রিল মাত্র ১৫ বছর বয়সে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে আত্মপ্রকাশ করেন ইয়ামাল। ওই মৌসুমেই দল লা লিগা জিতে, তার শিরোপা জয়ের যাত্রা শুরু। পরের মৌসুমে মূল দলে নিয়মিত হন তিনি। সেপ্টেম্বরে ডাক পান স্পেন জাতীয় দলে।
Leave a Reply