মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (এপিপি) হত্যার প্রতিবাদে চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের আয়োজনে বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে চকরিয়া আদালত চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে দুস্কৃতিকারীরা কুপিয়ে আহত করে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আইনজীবী সাইফুলকে মৃত ঘোষণা করেন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। তাঁর বাড়ি লোহাগাড়ার চুনতি এলাকায়। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। বিক্ষোভ সমাবেশে চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের আইনজীবীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সাইফুল হত্যা কান্ডে জড়িত ইসকন সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যতায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সভাপতি হাবিব উদ্দিন মিনটু, সাধারণ সম্পাদক এডভোকেট মিফতাহ উদ্দিন আহমেদ সহ প্রমুখ।
Leave a Reply