পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় ১৬ এপ্রিল বুধবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দরখীলে জহির মঞ্জিলে গাউছে আমিনুল হক হারবাংগিরী (কঃ) ও মৌলানা রাহমত কবির (রহঃ) বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হইবে। এতে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা বার্ষিক ওরশ সফল করার আহবান জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির খাদেম আলহাজ্ব মোহাম্মদ জহির মিয়া ( মা: জি: আ:)। ওরশ উপলক্ষে জহির মঞ্জিলের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। তার মধ্যে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও ছেমা মাহফিল, রাতে আখেরি মোনাজাত শেষে তবররক বিতরণ করা হবে বলে ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply