গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা শিল্প বান্ধব বাউশিয়া ইউনিয়নের প্রায় ৩০ হাজার গণমানুষের সেবা পূরণে কাজলী নদী পরিষ্কার ও খনন কর্মসূচির যৌথ উদ্যোগ নেয়া হয়েছে। যৌথ উদ্যোগে অংশগ্রহণ করেছে গজারিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মী,উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মী, বাউসিয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারের উপস্থিতিতে স্বেচ্ছাসেবী কর্মীরদের অংশগ্রহণে বক্তারকান্দি ও টেকপাড়া গ্রাম সংলগ্ন কাজলী নদী পরিষ্কার কর্মসূচির উদ্বোধন হয়। কর্মসূচিতে অংশ নেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মতামত প্রকাশ করেছেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক, মাহাদি ইসলাম বাবুসহ অনেকেই। পরিষ্কার ও খনন কর্মসূচির মাধ্যমে প্রায় ১৬ টি গ্রামের ২০ থেকে ৩০ হাজার মানুষ নদীর প্রকৃত সেবা ফিরে পাবে। এক সময় কাজলী নদী ছিল এলাকার মানুষের প্রাণ। নদীতে মাছ ধরা, সাঁতার কাটা, বর্ষাকালে নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। পরিষ্কার ও খনন করে শিল্পের বজ্র ফেলা বন্ধ হলে নদীর প্রকৃত সেবা পাবে মানুষ। কমবে স্বাস্থ্য ঝুঁকি, বাড়বে হাজার হাজার কৃষি জমির সেচ সুবিধা। সাশ্রয় হবে মানুষের লক্ষ লক্ষ বিদ্যুৎ বিলের টাকা।
বিঃদ্রঃ ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে এই মহৎ উদ্যোগে কাজলী নদী ফিরে পাবে তার নব্যতা। গজারিয়া উপজেলার প্রত্যকটি নদী, খাল,বিল দখলমুক্ত করার আহবান জানাই গজারিয়া উপজেলার প্রশাসন সহ স্বেচ্ছাসেবী বন্ধুদের।
Leave a Reply