নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর, নারায়ণগঞ্জ। ২২ এপ্রিল সকাল ১১ টায় নারায়ণগঞ্জ ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষিকা সালমা বেগমের তত্ত্বাবধানে সহকারী শিক্ষক মোঃ আব্দুল মোতালেব গাজীর সঞ্চালনায় ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য এডহক কমিটি ও সদ্য সাবেক সভাপতি জনাব নিয়াজ মোঃ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেম্বার অব কমার্স নারায়ণগঞ্জের সম্মানিত পরিচালক জনাব রিয়াদ মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী. সদস্য ফতুল্লা ইউনিয়ন পরিষদ (৪ নং ওয়ার্ড) মেম্বার মোঃ মাইনুদ্দিন আহম্মদ. স্বেচ্ছাসেবক দল ফতুল্লা থানার আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন রবিন. এস. এম.সি সাবেক সদস্য হাবিবুর রহমান আজাদ. ফতুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম. ফতুল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও পুরস্কার প্রাপ্ত আলোকচিত্র সাংবাদিক এম এ সুমন। এছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় সকল শিক্ষক বৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং স্বপ্ন আমি সকল শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আমার জোরালো অনুরোধ থাকবে আপনারা আপনাদের ছেলে এবং মেয়ের লেখাপড়া কখনো বন্ধ করবেন না, যদি কোনদিন কোন ছেলে মেয়ে লেখাপড়ার খরচ বহন করতে আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা আমাকে আপনাদের নিজেদের সন্তান মনে করে জানাবেন আমি ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাবো এবং এই বিদ্যালয়ের যেকোনো কাজে আমাকে স্মরণ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে মানবের কল্যাণে কাজ করে করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।
Leave a Reply