মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা সদরের আঠারোকাদা গ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা সুরমান শেখ (৭৫) মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে ঘটনা ঘটে। মাগুরা সদর উপজেলার ১নং আঠারোখাদা ইউনিয়ন এর আঠারোখাদা গ্রামের মো: মফিজুল ইসলাম (৩৫) তার পিতা মো: সুরমান শেখ (৭৫) কে ছুরিঘাতে হত্যা করেছে। মৃতের স্বজনেরা জানিয়েছেন আজ সকাল ০৯:৩০ টা সময় আসামি মোঃ মফিজুল ইসলাম তার পিতা মো: সুরমান শেখ এর কাছে নিজের ভাগের জমি চায়তে আসে, তিনি আগেও অনেক বার এই প্রস্তাব দেয়। কিন্তু আজও প্রস্তাবে রাজি না হওয়ায় তার ঘরের সামনের বরই গাছের পাশেই দাঁড়িয়ে থাকা মো: সুরমান শেখ কে সেভেন গিয়ার দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে সেভেন ইয়ার সহ আটক করে পুলিশে দেয় । স্বজনেরা দ্রুত সুরমান শেখকে মাগুরা ২৫০ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে তাকে নিয়ে যান, সেখানে ডিউটিরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন, স্বজনদের দাবি মোঃ মফিজুল ইসলাম ছিলেন একজন নেশাগ্রস্ত এবং তিনি তার পিতাকে হত্যা করেছেন। এ ব্যাপারে মফিজুল ইসলাম সহমত জানিয়েছেন। মফিজুল ইসলামের গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এবং মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: আইয়ুব আলীর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি মাগুরা সদর থানাধীন আছেন। সুরমান শেখের পাঁচ পুত্র ও তিন কন্যা সন্তানের মাঝে মফিজুল ছোট সন্তান ছিলেন। সে মাদকাসক্ত বলে জানিয়েছে এলাকাবাসি।
Leave a Reply