পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়ায় পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ পলাশকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। আজ সোমবার ১৬ ডিসেম্বর ভোর রাত তিনটার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নেতা সাইফুল্লাহ পলাশ পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খিল ৮নং ওয়ার্ড সূফী নুরুল্লাহ্ বাড়ির সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের পুত্র। পটিয়া থানা পুলিশ জানায়, অভিযানকালে সাইফুল্লাহ পলাশকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর জন আরেক আসামি তার ভাই শিমুল পালিয়ে যায়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর জানান, আ.লীগ নেতা সাইফুল্লাহ পলাশ গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। যার কারণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।
Leave a Reply