পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে আলহাজ্ব মাওলানা শাহ্সূফি সৈয়দ শেখ আবু মুহাম্মদ আরেফ বিল্লাহ সুলতানপুরী (কঃ)’র চন্দ্র বার্ষিক ওরছ-এ মোকাদ্দাছ ও মওলা সুলতানপুরী(কঃ) ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক যুব সম্মেলন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গতকাল শনিবার বড় মিঞা মঞ্জিল শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরত আলহাজ্ব মওলানা শাহসুফী শেখ সৈয়দ আবুল মক্বছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:) অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব মুফতি শাহসুফী শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী [মাঃ) মাহফিলে আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সাতবাড়িয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আলহাজ্ব মওলানা ফরিদুল আনোয়ার হাফেজ নগরী সাহেব,পটিয়া উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি,হযরত আলহাজ্ব মওলানা মুহাম্মদ হাফেজ আহমদ আলকাদেরী, হযরত মওলানা মুহাম্মদ ফয়সাল উদ্দিন রাকিব হাফেজ নগরী, হযরত মওলানা মুহাম্মদ হামদান ইয়াসির, রহমানিয়া দরবার, সুফী ফজল সওদাগর,আবু তৈয়ব, নুরুল ইসলাম নুরু, ইন্জিনিয়ার জসিম উদ্দিন, সরওয়ার উদ্দিন, কানুন উদ্দীন, আবু নোমান, ইন্জিনিয়ার ওমর ফারুক, সাইদুল ইসলাম টুটুল, মুহাম্মদ সাকিব উদ্দিন, শায়ের মওলানা জয়নাল আবেদীন নয়ন, ডাঃ মোঃ শহিদ, বায়েজ,নেয়ামত, হেলাল উদ্দিন প্রমুখ।
Leave a Reply