তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ নগরীর একটি সরকারি প্রতিষ্ঠানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার সহ একজনকে আটক করেছেন। জানা গেছে, ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ২২শে ডিসেম্বর রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে মিলে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক। দীর্ঘদিন ধরে নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার কক্ষে চলছিল এ অস্ত্র ও মাদক কেনাবেচা। এ ঘটনায় আটক করা হয়েছে নৈশ্যপ্রহরীর স্ত্রীকে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়।অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। খামার ব্যবস্থাপক হাছেন আলীর এ গুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি। ওসি আরো বলেন, হৃদয়কে গ্রেফতারের চেষ্টা সহ চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
Leave a Reply