1. admin@pressbd.online : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন দ্বিতীয়বারের মতো বান্দরবানে ঐতিহাসিক রাজার মাঠে প্রথম বার জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  ঈদগাঁও থানার উদ্যােগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত  ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারী পুরুষ  বেনাপোলে হস্তান্তর  খুলনায় হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক ডাঃ হ্যানিম্যান এর ২৭০তম জন্মবার্ষিকী পালিত  পটিয়ায় প্রতিপক্ষের হামলায়  গৃহবধু ও বৃদ্ধ মহিলা সহ আহত- ৩ রূপগঞ্জ ভুলতা ফ্লাইওভার করে কোন লাভ হয়নি, সড়কের যানজট লেগেই থাকে গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি পুলিশ সুপারের বিদ্যালয় পরিদর্শন : শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তি ও ট্রাফিক সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা গুইমারায় উপজেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত 

লামায় পাহাড়ের ভূমি নিয়ে এক মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পাঠ করা হয়েছে

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা মরহুম খলিলুর রহমান এর ২৯৩নং ছাগল খাইয়া মৌজার আর/১০৬নং হোল্ডিং এর ৪.৯০ একর জায়গা চিহ্নিত ভূমিদস্যু কর্তৃক জবর দখল করার চেষ্টা ও বার বার হামলা করে জায়গার স্থাপনা নষ্ট করার প্রতিবাদে এবং মুক্তিযোদ্ধা পরিবারের সম্পদ রক্ষায় সরকারের সদয় দৃষ্টি আকর্ষন করে। সোমবার (২৩ ডিসেম্বর) লামা প্রেস ক্লাব লামা সাংবাদিক সম্মেলন বলেন, মরহুম স্বামী বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ১৯৭১ ইং সনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার স্বামী সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক সনদপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। আমি এই গর্বিত মুক্তিযোদ্ধার স্ত্রী হই। আমার ০২ ছেলে ও ০৩ মেয়ে। আমার স্বামী গত ২০০৫ ইং সনের ২৩ জুন মৃত্যুবরণ করেছেন। সেই থেকে আমি আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে দুঃখে কষ্টে দিন যাপন করে আসছি। স্বামীর নামে ২৯৩নং ছাগল খাইয়া মৌজায় (পূর্নবাসন) আর/১০৬নং হোল্ডিং মূলে ৫.০০ (পাঁচ) একর ৩য় শ্রেণীর জমি তৌজিভুক্ত আছে। বন্দোবস্তি প্রাপ্তির পর থেকে এই জায়গা আমরা ভোগদখলে আছি। আপনারা জানেন, সারা বাংলাদেশী মিরিঞ্জা ভ্যালী একটি পরিচিত পর্যটন রিসোর্ট। আমাদের এই জায়গায় আজ থেকে ৩/৪ বছর পূর্ব হতে পর্যটন খাতকে বিকাশ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যার ফলশ্রুতিতে বর্তমানে মিরিঞ্জা এলাকায় দেশি-বিদেশি হাজার হাজার পর্যটকের আগমন ঘটছে। শত শত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা কায়িক পরিশ্রম করে ও বহু অর্থ ব্যয়ে মিরিঞ্জা ভ্যালীর মাধ্যমে লামা উপজেলার পর্যটন খাতকে একটি সম্ভাবনাময়ী শিল্প হিসেবে বিকাশ করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। লামা উপজেলার পর্যটন খাত সারাদেশের মধ্যে সম্ভাবনাময়ী অর্থনৈতিক শিল্প হিসেবে পরিণত হয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমাদের এই সম্ভাবনাকে ধ্বংস করার জন্য একটি বিশেষ মহল চরম ভাকে কাজ করে যাচ্ছে। আমাদের মিরিঞ্জা ভ্যালী ধ্বংসের মাধ্যমে লামার পর্যটন খাতকে ধ্বংস করার জন্য একটি ভূমিদস্যু চক্র একের পর এক চংক্রান্ত করে যাচ্ছে। আমার স্বামীর নামীয় জায়গায় মিরিঞ্জা ভ্যালী প্রতিষ্ঠিত হয়ে পর্যটন পিপাসুদের হৃদয় আকর্ষন করতে সক্ষম হয়েছে। আমরা চাই, লামার পর্যটন শিল্পের বিকাশ হউক। আপনারা জেনে অভাব হবেন। আমাদের এই মিরিঞ্জা ভ্যালীতে এই পর্যন্ত একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র একের এক হামলা চালিয়ে যাচ্ছে। তারমধ্যে গত ২৪/১১/২০২৪, ২৫/১১/২০২৪, ০৩/১২/২০২৪ ও ২২/১২/২০২৪ ইং তারিখে চিহ্নিত এই চক্রটি পেশি শক্তির বলে বলিয়ান হয়ে সম্পূর্ণ বেআইনীভাবে মিরিঞ্জা ভ্যালীর স্থাপনা ধ্বংসের জন্য হামলা চালিয়েছে। আমরা প্রতিটি তারিখে হামলার বিষয়টি লামা থানায় লিখিত এবং মৌখিক ভাবে অবহিত করেছি এবং পুলিশের আইনগত সহায়তা চেয়ে আবেদন করেছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ একাধিকবার ঘটনাস্থল গমণ করে হামলাকারীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি। অসহায় জনের বন্ধুগণ- প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী হামলাকারী এবং চিহ্নিত ভূমি দস্যুদের সনাক্ত করার পরেও এবং তাদের মামলার বিষয়টি সরেজমিন প্রমাণিত হওয়ার পরেও অজ্ঞাত কারণে পুলিশ তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত আইনগত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। বরং হামলাকারীরা উল্টো মিরিঞ্জা ভ্যালী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানী করেছে। পুলিশ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাদী হয়ে লামা থানায় একাধিক সাধারণ ভায়েরী লিপিবদ্ধ করেছে। তারমধ্যে ডিডি নং- ১০১০, তারিখ- ২৬/১১/২০২৪ ইং ও অপর একটি। আজকে আমি মিডিয়ার সামনে এই সকল ঘড়যন্ত্রকারী ও হামলাকারীদের নাম নিরুপায় হয়ে প্রকাশ করছি- ১। সাফায়েত হোসেন রাসেল, পিতা- ফসিউল মেম্বার, সাং- বাজার পাড়া, ০৩নং ওয়ার্ড, লামা পৌরসভা, ২। আনোয়ার, পিতা- মৃত আলী মিয়া, সাং- চেয়ারম্যান পাড়া, ০৪নং ওয়ার্ড, লামা পৌরসভা, ৩। মোঃ শরীফ, পিতা- আবুল কালাম, সাং- ইব্রাহিম লিডার পাড়া, ০২নং ওয়ার্ড, ০৬নং রূপসী পাড়া ইউনিয়ন, ৪। মোঃ মামুন মিয়া, পিতা- আবুল কালাম, সাং- ইব্রাহীম লিডার পাড়া, ০২নং ওয়ার্ড, ০৬নং রূপসী পাড়া ইউ.পি. ৫। শওকত আলম, পিতা- জাহাঙ্গীর, সাং- লামামুখ ০৬নং ওয়ার্ড, লামা পৌরসভা, ৬। রবিউল ইসলাম খোকা, পিতা- নুরুল ইসলাম গাজী, সাং- মধুঝিরি, ০৭নং ওয়ার্ড, লামা পৌরসভা, ৭। রুবেল হাসান, পিতা- মৃত আবু তাহের, সাং- চেয়ারম্যান পাড়া, ০৪নং ওয়ার্ড, লামা পৌরসভা, ৮। রবিউল আলম ইরান, পিতা- আমির হোসেন, সাং- চেয়ারম্যান পাড়া, ০৪নং ওয়ার্ড, লামা পৌরসভা, ৯। ইউসুফ আলী, পিতা- মৃত বসু মোল্লা, ১০। মোঃ মিরাজ মিয়া, পিতা- আবেদ আলী, উভয়সাং- মিরিঞ্জা, ০১নং ওয়ার্ড, ০২নং লামা সদর ইউনিয়ন, সর্ব-লামা উপজেলা, বান্দরবান পার্বত্য জেলা-সহ আরও অজ্ঞাতনামা ৪০/৫০ জন। নির্যাতিত পক্ষে কলম সৈনিক বন্ধুগণ- গত জুলাই আগষ্ট/২০২৪ বিপ্লবের পর উপরে বর্ণিত এই সকল ব্যক্তিরা সম্পূর্ণ বেআইনী ভাবে গায়ের জোর দেখিয়ে আইনকে তোয়াক্কা না করে এবং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরিজিা ভ্যালীতে জবর দখল বদরতে উঠে পড়ে লেগেছে। বিপ্লবের পরবর্তী সময়কে উপরে বর্ণিত ব্যক্তিগণ ভূমি জবর দখলের মোক্ষম সময় হিসেবে বেঁছে নিয়েছে। তাই আজ আপনাদের মাধ্যমে তাদের এই জাতীয় ভূমিদস্যুতার চরিত্র প্রশাসন ও জাতির সামনে প্রকাশ করার জন্য এবং আমার উপরে বর্ণিত বক্তব্য গুলো আপনাদের স্ব-স্ব মিডিয়ায় প্রচার করার জন্য এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিনীত অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি